Thursday, January 22

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কোরআর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৬টি মাদ্রাসার অর্ধ শতাধিক শিক্ষার্থী কোরআন প্রতিযোগিতায় অংশ নেয়। এর আগে শুক্রবার সকাল ৭টা থেকে ১০০ জন শিক্ষার্থী প্রত্যেকে পূর্ণাঙ্গ কোরআন শরীফ পড়ে সমাপ্ত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলামসহ আরো অনেকে। সভায় বক্তারা অনুষ্ঠােনর আয়োজক গোলাম ফারুক খোকনের ভূয়সী প্রশংসা করেন।
সভায় প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান শুধু দেশ স্বাধীনের ঘোষণাই দেননি। তিনি দেশকে আর্ন্তজাতিক মানচিত্রে স্থান করিয়েছেন। সৌদি আরবের মাটিতেও রোপন করেছিলেন নিম গাছ। এখন মক্কা-মদীনার মানুষ ওই গাছকে জিয়া গাছ নামেই চিনে। পরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৩১ মে) দুপুরে ৩১টি গরু জবাই করে জিয়াউর রহমানের কুলখানী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় ২৫ হাজার নেতাকর্মী মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

Share.

Comments are closed.

Exit mobile version