মো. হানিফ মোল্লা
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামেতর ৩১ দফা নারীদের মাঝে পৌছে দিতে ওঠান বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠকে তারাবো পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিএনপি সমর্থিত কয়েক হাজার নারী অংশ নেয়। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে পৃথক ভাবে মিছিল নিয়ে ওঠান বৈঠকে জড়ো হয়। এক পর্যায়ে ওঠান বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়। শুক্রবার বিকেলে তারাবো পৌর বিএনপি আয়োজিত সভাস্থলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু পৌছলে হাজার হাজার মহিলা ফুল দিয়ে বরণ করেন। এ সময় সভাস্থলের বাইরে অবস্থান করেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল, ওলামাদল, তাতীদলের শত শত নেতাকর্মী।
জনসভায় মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, একমাত্র বিএনপিই পারে দেশের উন্নয়ন ঘটাতে। ধানের শীষই শান্তির প্রতিক। এ দলের নেতারা দেশের উন্নয়ন চায়। আগামীতে বিএনিপ নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে কাজ করবে সরকার। বিএনপি উন্নয়নে বিশ্বাসী। এ সময় দিপু ভুইয়ার সাথে একাত্মতা প্রকাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে দলের মনোনীত ব্যক্তিকে বিজয়ী করার অঙ্গীকার করেন নারীরা।
এর আগে মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু সমাবেশ করেছেন গোলাকান্দাইল, ভোলাবো ইউনিয়নে। প্রতিটি সমাবেশে দিপু ভুইয়ার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার নারী সমাবেশে অংশগ্রহণ করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের নারী ভোটাররা দিপু ভুইয়াকে সংসদ সদস্য হিসেবে দেখতে গণজোয়ার সৃষ্টি করেছেন। দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলছে দিপু ভুইয়ার।
