মোঃ রনি শেখ
টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ
তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২, মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ ভবন থেকে শুরু করে উপজেলা গেটে গিয়ে র্যালি শেষ হয়, এরপর টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভার সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বিগত দিনে যেরকম ভোট হয়েছে এরকম ভোট, আমরা আর দেখতে চাই না আমরা আবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। প্রতিটি মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সফিকুর রহমান, সাবেক টঙ্গীবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনউদ্দীন, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্বপন মাতাব্বর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, কারিমা সুলতানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মুজাফফর হোসেন শেখ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ
সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ

