রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে মাতৃভূমির মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় দেড় লক্ষাধিক নেতাকর্মী নিয়ে অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, নুরুন্নবী, আব্দুল আজিজ, হাজী আব্দুল মতিন, আব্বাস উদ্দিন ভুঁইয়া, এড. হেলাল উদ্দিন, তাশিক হক ওসমান, মঞ্জুর হোসেন, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, শফিকুল ইসলাম, আজিম সরকার, কামাল হোসেন, আমিনুল ইসলাম প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিক, হাফিজুর রহমান, সোহেল রানা, মোমেন ভুঁইয়া, ইলিয়াছ, জেলা ছাত্রদল নেতা নাহিদ হাসান, সুলতান মাহমুদ, ইসমাইল মামুন প্রমুখ।
সংবর্ধনা শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িতে যান।
বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। পরে ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও তারেক রহমানের ফেরা হয়নি।
বৃহস্প্রতিবার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তারেক রহমানের দীর্ঘ নির্বাসনের অধ্যায়ের অবসান ঘটল।
এদিকে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সারা দেশ থেকে সভাস্থলে আসা নেতাকর্মীদের জন্য খাবার, পানি, চিকিৎসা ক্যাম্প, থাকার ব্যবস্থা করেন। এ সময় দিপু ভুঁইয়া বলেন, দীর্ঘ দেড় যুগের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি তারেক রহমান। তার জন্য লক্ষ, কোটি জনতা অধির আগ্রহে ছিল। তাকে এক নজর দেখার জন্য লাখ লাখ মানুষ পূর্বাচলের ৩০০ ফিট সমাবেশস্থলে ছুটে আসে। বুধবার থেকেই হাজার হাজার মানুষ ৩০০ ফিট সড়কে অবস্থান নিয়েছিল। বৃহস্পতিবার ভোর রাত থেকেই লাখ লাখ মানুষের ঢল নামে। দলীয় নেতাকর্মীরা প্লেকার্ড, ফেস্টুন, পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।

