স্টাফ রিপোর্টার
রূপগঞ্জে শুক্রবার (১৬ জানুয়ারি) তিনটি স্পটে সাড়ে ৪ হাজার দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ভুঁইয়া বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, ডা. পারভেজ, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, উপজেলা যুবদল নেতা আমিনুল ইসলাম প্রিন্স, আবু মোহাম্মদ মাসুম, শফিকুল ইসলাম, কামাল হোসেন, ছাত্রদল নেতা নাহিদ হাসান ভুঁইয়া, মাসুম বিল্লাহ, ইসমাইল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, এনামুল হক, একে বাবু প্রমুখ।
সভায় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন- রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে তারেক রহমান প্রতিষ্ঠিত হতে হবে। এ জন্য শিক্ষা ব্যবস্থার উন্নত ঘটাতে হবে। গ্যাস ও রাস্তাঘাটের সমস্যা দূর করা হবে। মাদক ও সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ গড়ে তোলা হবে। বালু সন্ত্রাস নামে কোনো কার্যক্রম রূপগঞ্জে চলতে দেয়া হবে না। হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদে বসবাস করবেন। আর কাউকে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হবে না। উপজেলার সকল নিচু এলাকার জলাবদ্ধতা দূর করতে খাল নিষ্কাশন ও দখলে থাকা সরকারি সকল ক্যানেল উদ্ধার করা হবে। আবার রূপগঞ্জবাসী খালের পানি দিয়ে যাতে গোসল ও রান্নার কাজ করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। কোনো প্রতিষ্ঠান আর কখনো খালে বিষাক্ত বর্জ্য পানি ফেলতে পারবে না। এর আগে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী ঈদগাহ মাঠ ও ব্রাহ্মণগাও ঈদগাহ মাঠে দেড় হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

