স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রূপগঞ্জ থানা গেইট সংলগ্ন মনজু মার্কেটে এ অফিস কার্যালয় উদ্বোধন করা হয়।
সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। সভায় বক্তব্য দেন- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ অফিস কার্যালয়ের উপদেষ্টা ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম, তারাবো পৌর বিএনপি নেতা আব্দুল আহাদ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহাম্মদ, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার রাশেদুল ইসলাম রাশেদ, নিউজ ২১ বাংলা টিভির সাংবাদিক রাজু আহমেদ, মুভি বাংলা টিভির সাংবাদিক সুলতান মহিউদ্দিন, ইনকিলাবের সাংবাদিক আল আমিন ভুঁইয়া, জাগরণী টিভির সাংবাদিক শাওন গাজী, জেএ টিভির সাংবাদিক ফরহাদ হোসেন, খবর বাংলার সোহেল ভুঁইয়া, মানবাধিকার প্রতিদিনের রাশেদুল ইসলাম রাসেল, আমাদের রূপগঞ্জ পত্রিকার বিনয় চন্দ্র ঘোষ, খবর পত্র পত্রিকার সামসুল আরেফিন, রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের আয়না। বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ তুলে ধরুন। সমাজ সুন্দর হবে। সমাজের অপরাধ তুলে ধরুন, উন্নয়নের কথাও লিখুন। সাংবাদিক ও পুলিশ সঠিক ভাবে কাজ করলে সমাজ কলুষিত মুক্ত হবে।

