মাইমুনা ইয়াছমিন মারিয়া
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ১৮টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি হিন্দু–মুসলমানদের সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দীঘিবরাবো, আড়িয়াবো, গন্ধর্বপুর, মুড়াপাড়া ইউনিয়নের উপজেলা সদর, মুড়াপাড়া বাজার পূজামন্ডপ, বানিয়াদী পূজামন্ডপ, ভুলতা ইউনিয়নের দিঘীরপাড় পূজামন্ডপ ও ভুলতা পূজামন্ডপ পরিদর্শন করেন।
মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, বিগত দিনের ন্যায় এবারও বিএনপির নেতাকর্মীরা অর্থ ও শ্রম দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দূর্গাপূজায় সহায়তা করছে। শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মের লোকজন যেনো পূজা উদযাপন করতে পারে। এজন্য মুসলিম সম্প্রদায়ের লোকজনকে সার্বিকভাবে সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান আইনশৃঙ্খলাবাহীর প্রতি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রূপগঞ্জের প্রতিটি পূজামন্ডপে সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে এবং দল থেকে সর্ব্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় হিন্দু ধর্মের লোকজন আগামী দিনগুলোতে দিপু ভুইয়ার পাশে থাকার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, প্রতিটি পূজামন্ডপে মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু আর্থিক সহায়তা করেন। এর আগেও দলীয়ভাবে রূপগঞ্জের প্রতিটি পূজামন্ডপ কমিটির হাতে আর্থিক সহায়তা দেন।
এ সময় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভােকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠিনক সম্পাদক বা্কির হোসেন, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব বাবুল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদেলর সাবেক সভাপতি নাহিদ হাসান ভুইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের হাফিজুর রহমান, সোহেল ভুইয়া, একে বাবু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, কামাল হোসেন, আরিফুজ্জামান ইমান সহ আরো অনেকে।

