Thursday, January 22

রূপগঞ্জে ‘অপারেশন ডেবিল হান্ট’ অভিযানে দাউদপুর ইউনিয়ন যুব মহিলালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহজাবিন আক্তার মালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার হাটাবো এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মেহজাবিন আক্তার মালা রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকার জিন্নত আলীর মেয়ে। সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এলাকায় ক্ষমতার অপব্যবহারসহ নানা অপরাধ কর্মকান্ড চালাতো। তিনি নিজেকে গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের মেয়ে পরিচয় দিতো।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী উপজেলা মহিলালীগের সভাপতি হাসিনা গাজীর ছত্রছায়ায় মালা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার হাটাবো এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগের সকল পলাতক নেত্রীদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে। অভিযোগ রয়েছে অনেক নেত্রী নিজ এলাকায় আত্মগোপনে রয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version