মাইমুনা ইয়াছমিন মারিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর, ভোলাবো ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভার আরো ২০টি পূজামন্ডপ পরির্দশন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। মঙ্গলবার বিকেল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত দলের নেতাকর্মীদের সাথে নিয়ে হিন্দু ধর্মালম্বীদের প্রধান উতসব দূর্গাপূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু হিন্দু–মুসলিমা ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। তাছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের এ উতসবে আনন্দ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
রূপগঞ্জ উপজেলার দাউদপুরের খৈসাইর, দুয়ারা, ভোলাবো ইউিনয়েনর কালীবাড়ী মন্দির, কাঞ্চন পৌরসভার তারৈল, বীর ফলিতলা ও চিনতলা পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, বিগত দিনের ন্যায় এবারও বিএনপির নেতাকর্মীরা অর্থ ও শ্রম দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দূর্গাপূজায় সহায়তা করছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। আগামীর দিনগুলোতে যেনো আরো ভালোভাবে বিএনপি ও তার দলের নেতাকর্মীরা পাশে থাকতে পারে সেদিকে সবাইকে নজর দেয়ার আহ্বান জানান। এবার মুসলিম সম্প্রদায়ের লোকজনকে সার্বিকভাবে সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান আইনশৃঙ্খলাবাহীর প্রতি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রূপগঞ্জের প্রতিটি পূজামন্ডপে সুন্দরভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনে এবং দল থেকে সর্ব্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় হিন্দু ধর্মের লোকজন আগামী দিনগুলোতে দিপু ভুইয়ার পাশে থাকার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, প্রতিটি পূজামন্ডপে মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু আর্থিক সহায়তা করেন। এর আগেও দলীয়ভাবে রূপগঞ্জের প্রতিটি পূজামন্ডপ কমিটির হাতে আর্থিক সহায়তা দেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভােকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শিপলু ভুইয়া, রূপগঞ্জ থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের হাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, কামাল হোসেন, আরিফুজ্জামান ইমান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাবেক ছাত্রদল নেতা ইসমাইল মামুন, শওকত ওসমান সহ আরো অনেকে।
