Thursday, January 22

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ উপলক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি বৃহস্প্রতিবার সকালে এক বিশাল শোডাউন করেছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুর হোসেনের নেতৃত্বে এ শোডাউন করা হয়।
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া স্টেডিয়াম মাঠ থেকে একটি বিশাল মিছিল নিয়ে তারা বাজার হয়ে মঠের ঘাট দিয়ে ইছাখালী গিয়ে মিলিত হন। পরে তারেক রহমানের সমাবেশ স্থলের উদ্দেশ্যে দুই হাজারের অধিক নেতাকর্মী নিয়ে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও নারায়ণগঞ্জ-১ আসনের মনোনীত বিএনপির প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর ছবি সম্বিলিত ফেস্টুন সহ মিছিল নিয়ে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে পূর্বাচল স্টেডিয়াম গিয়ে জড়ো হন। এক পর্যায়ে দিপু ভুইয়ার মিছিলে তারা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন সিনিয়র যুগ্ন সম্পাদক তারিকুল ইসলাম মাছুম, সরকারী মুড়াপাড় কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভিপি তারেক, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, এনামুল হক, একে বাবু, রূপগঞ্জ উপজেলা ৭১ প্রজন্ম দলের সদস্য সচিব জাকারিয়া, বিএনপি নেতা রমজান মিয়া. তপু ভুইয়া, রোমান, শাকিল সহ আরো অনেকে।
মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনজুর হোসেন বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। এটা দেশবাসীর কাছে মহা আনন্দের। এ জন্য দেশবাসী তারেক রহমানকে বরণ করে নিতে এবং সংবর্ধণা জানাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে জড়ো হন। সেখানে আমাদের নেতা মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জের লক্ষাধিক মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। এতে মুড়াপাড়া ইউনিয়নের মানুষ এক নতুন দিগন্তের জন্ম দিল। স্থাণীয় নেতাকর্মীদের মাঝে এ দিনটি যেনো ঈদের আমেজ সৃষ্টি করেছিল। আগামীতে দিপু ভুইয়ার নেতৃত্নে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। কেউ দলের মধ্যে কোন্দল সৃষ্টি করলে শক্ত হাতে দমন করা হবে।

Share.

Comments are closed.

Exit mobile version