স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুই শিল্পপতি বিজিএমইএ নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এদের একজন হলেন বাংলাদেশের পোশাকশিল্পে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান সৈয়দ মোহাম্মদ তানভির। অন্যজন ম্যাগী এন্ড লিজ কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান রোটারিয়ান এম ইনামুল আজিজ চৌধুরী লিটন।
রোটারিয়ান লিটন সীতাকুণ্ডের উত্তর প্রান্তের এক নম্বর সৈয়দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। রোটারিয়ান সৈয়দ তানভির একই উপজেলার দক্ষিণপ্রান্তের ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের সন্তান। দুজনেরই সোনার চামচ মুখে নিয়ে জন্ম। বাবার হাত ধরেই পোশাকশিল্প জগতে তারা জায়গা করে নিয়েছেন। সৈয়দ তানভিরের প্রয়াত বাবা শিল্পপতি নাছির উদ্দিন নিজ প্রচেষ্টা,পরিশ্রম, সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে বাংলাদেশের পোশাকশিল্পের নামজাদা শিল্পপতি হিসেবে যথেষ্ট যশ-খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ১৯৮৪ সালে পোশাকশিল্পে পদার্পণ করেছিলেন। যাত্রা শুরু করেছিলেন এনজেডএন গার্মেন্টস লিমিটেড দিয়ে। পোশাকশিল্পের গতানুগতিক ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে তিনি আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর উৎপাদনপ্রক্রিয়ার প্রবর্তন করেছিলেন বাংলাদেশে।
রোটারিয়ান লিটনের প্রয়াত ব্যাংকার বাবা এম ই আজিম চৌধুরী চাকরি শেষে পোশাকশিল্পের গোড়াপত্তন করেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে রোটারিয়ান লিটন বাবার সুনাম অক্ষুণ্ন রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন।
