Thursday, January 22

স্টাফ রিপোর্টার

রূপগঞ্জের কায়েতপাড়া, রূপগঞ্জ ও দাউদপুর ইউনিয়নের তিনটি স্পটে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল খাবার বিতরণ, বৃক্ষ রোপণ, গাছের চারা বিতরন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত কায়েতপাড়া, রূপগঞ্জের সমু মার্কেট ও দাউদপুরে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ন আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট গোলজার হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডেভােকেট হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক সহ অনেকে।

Share.

Comments are closed.

Exit mobile version