স্টাফ রিপোর্টার
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন- জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি। তিনি দেশের উন্নয়নে কাজ করেছেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভা, খাদ্য সামগ্রী বিতরণ ও গাছের চারা রোপন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিনের সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম, শাহিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোমেন ভুঁইয়া, ইলিয়াস ভুঁইয়া, জাকির হোসেন সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আর্শীবাদ। আর শেখ হাসিনা ছিলেন দুষ্কৃতিকারী ও দুর্নীতিবাজ। এদেশের মানুষ এখন ভালো আছেন। দিপু ভুঁইয়া আরো বলেন, রূপগঞ্জ থেকে শয়তানের প্রেত্মাত্বা দূর হয়েছে। এখন আর কেউ জোর পূর্বক মানুষের জমিজামা, ঘরবাড়ি দখল করে না। গোলাম দস্তগীর গাজী, তার ছেলে পাপ্পা গাজী সহ আওয়ামী লীগের নেতারা ছিল দোসর। তারা দেশের উন্নয়ন চায়নি। তারা নিজের উন্নয়নে ব্যস্ত ছিল। পরে অসহায় ও গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও গাছের চারা রোপন করেন অতিথিবৃন্দ। এর আগে ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ ফাজিল মাদ্রাসা মাঠে একই কর্মসূচির পাশাপাশি ফ্রি চিকিৎসাসেবার কার্যক্রম উদ্বোধন করেন দিপু ভুঁইয়া। সেই থেকে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস ও স্বাস্থ্য পরিক্ষা করে ওষুধ বিতরণ করা হয়। সকালে পাড়াগাঁও ঈদগা মাঠে ৬০ লাখ টাকা ব্যয়ে মিম্বর নির্মাণ কাজ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু।
