স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধুনিক মানের একটি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। উপজেলার ভুলতাস্থ হাজী ইদ্রিস আলী প্লাজায় বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আনুষ্ঠানিক ভাবে মেডিস্কয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নামে সেবামূলক এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- মেডিস্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সজিব রায়হান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, ডিকেএমসি হাসপাতালের পরিচালক আলম হোসেন, ভুলতা জেনারেল হাসপাতালের পরিচালক নুর হোসেন মিয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, মেডিস্কয়ার হাসপাতালের পরিচালক ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, পরিচালক শফিকুল ইসলাম, সাদিকুর রহমান, লুৎফর রহমান, ডা. সেলিম, রাসেল আহম্মেদ খোকন, সজিব মিয়া, শামীমা আক্তার ঝুনু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাসপাতালটি ব্যবসায়ীক উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়নি। এখান থেকে মানুষ স্বাস্থ্যসেবা পাবে। অসহায় মানুষসহ মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসাসেবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আধুনিক ও উন্নতমানের সেবা প্রদান করা হবে। নতুন যন্ত্রাংশের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হবে। পরে ফিতা কেটে হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন ভুঁইয়া হসপিটালের সেবা কার্যক্রম উদ্বোধন করে। এ সময় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
