স্টাফ রিপোর্টার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা নারায়ণগঞ্জের পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে এবার ৩০তম আসর জমেছে। মেলা শুরু হওয়ার পর দ্বিতীয় শুক্রবার ছিল দর্শণার্থীদের উপচে পড়া ভিড়। গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার বেলা ১১টার পর থেকেই মেলা প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুরের পর ক্রেতা-দর্শনার্থীদের আগমনে মেলার আশপাশেও লোকে লোকারণ্য হয়ে যায়। এতে বাণিজ্যমেলার দোকানী ও ব্যবসায়ীদের মাঝেও উৎফুল্ল দেখা গেছে। মেলার আয়োজকরাও ক্রেতা-দর্শণার্থীদের নিরাপত্তা জোরদার করেছেন। আর্থিক লেনদেনের জন্য বেশ কয়েকটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর সুবিধা রেখেছেন।
বাণিজ্যমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রবেশদ্বারে হাজার হাজার মানুষের র্দীঘ লাইন। সকলের মাঝেই আনন্দ বিরাজ করছে। কেউ কেউ ‘মেলায় যাইরে’ গানের সুর তুলে অন্যদের আনন্দ দেয়ার চেষ্টা করছেন। তবে বাড়ি ফেরা দর্শণার্থীদের হাতে হাতে ছিল কেনাকাটা ও আসবাবপত্রের ব্যাগ। তবে শুক্রবার ছুটিরদিন থাকায় দোকানীরাও বিক্রির স্বার্থে দিয়েছেন বাম্পার অফার। কেউ কেউ দিয়েছেন রাজকীয় অফার। আবার কেউবা দিয়েছেন একটি কিনলে দুইটি ফ্রি। নানা রকম লোভনীয় অফারে বিক্রিতে বেশ সাড়া পেয়েছেন ব্যবসায়ীরা।
এদিকে শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় এশিয়ান বাইপাস সড়ক, গাজীপুর বাইপাস ও ভুলতা-কাঞ্চন সড়কে ছিল দীর্ঘ যানজট। যানজট রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক ব্যস্ততার মাঝে সময় কাটাতে দেখা গেছে। যানজটের ফলে মেলায় আগত দর্শনার্থী ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। রাস্তা দখল করে অবৈধ পার্কিং ও অবৈধভাবে বসা ফুটপাতের ব্যবসায়ীদের দ্বায়ী করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার ভুইয়া স্টীল কিং এন্ড ফার্ণিচার মালিক গোলজার হোসেন ভুইয়া বলেন, শুক্রবার দুপুর ২টায় বাণিজ্যমেলার উদ্দেশ্যে রওনা দিয়ে সাড়ে ৪টায় মেলার গেইটে প্রবেশ করেছি। অথচ ভুলতা থেকে মেলায় যেতে ১৫ মিনিট সময় লাগার কথাছিল।
দাউদকান্দি থেকে আসা শহিদুল্লাহ সাদা বলেন, এ বছর প্রথম বাণিজ্য মেলায় এসেছি। দীর্ঘ যানজট পেরিয়ে মেলায় আসতে পেয়ে তিনি খুবই খুশী। কারাপন্য ও সাংসারিক প্রয়োজনীয় কিছু আসবাবপত্র কেনাকাটা করতে তিনি মেলায় এসেছেন। বিশেষ অফার পেয়ে সহিদুল্লাহ সাদা একটি ইলেক্ট্রিক চুলা কিনেছেন।
আড়াইহাজারের দুপ্তারা থেকে মেলায় আসা ইলমা কসমেটিক্সের মালিক রিয়াজুল ইসলাম খোকন বলেন, প্রতি বছর একাধিবার বাণিজ্যমেলায় আসা হয়। কিন্তু এবার মেলায় মানসম্মত জিনিষপত্র কম দেখছি। আবার নতুন নতুন কোম্পানি এবার যুক্ত হয়েছেন। রাজকীয় অফার পেয়ে একটি ব্লেজার কিনেছি। ছেলে মেয়ের জন্য শীতের পোশাক কিনেছি। তবে মেলায় এলে দেশী-বিদেশী স্টল ঘুরলে নতুনত্য দেখে খুব ভালো লেগেছে।
গাজীপুরের কাপাসিয়া থেকে আসা মনির হোসেন বলেন, এবার মেলার পরিবেশ খুব সুন্দর লেগেছে। অনেকটাই খোলামেলা। অন্য সময়ের চেয়ে এবার নিন্মমানের পন্য খুব একটা নেই। তবে মেলার বিশেষ আকর্ষণ শিশুপার্ক খুবই পরিপাটি রাখা হয়েছে।
রূপগঞ্জের বানিয়াদি এলাকা থেকে আসা আল আমিন মিয়া বলেন, এবারের বাণিজ্যমেলায় নারীদের সাজসজ্জা থেকে শুরু করে অধিকাংশ প্লাস্টিক পণ্য নিন্মমানের। গত বছরের ন্যায় এবার নামীদামী ব্রান্ডের পণ্য কম। তবে মানসম্মত বেশ কয়েকটি ফার্ণিচার কোম্পানি মেলায় এসেছে। এবারের মেলায় আসা আকিজ গ্রুপের ইলেক্ট্রিক প্রাইভেটকার বেশ চমক দেখিয়েছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব তরফদার সোহেল রহমান বলেন, এ বছর মেলায় ভারত, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকং, তুরস্ক ও মালয়েশিয়ার ১১টি বিদেশী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবছর মেলায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেদিকে নজর দেয়া হচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার বলেন, দর্শণার্থীরা এবার প্রচন্ড শীত উপেক্ষা করেও মেলায় আসছেন। মেলায় এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা দেখা দেয়নি। বাকি সময়টুকু সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় ক্রেতা-দর্শণার্থীদের উপচে পড়া ভিড় ছিল। দর্শণার্থীদের জন্য ঢাকার খিলক্ষেত, কুড়িল বিশ^রোড ও নারায়ণগঞ্জের গাউছিয়া থেকে বিআরটিসির সাটল বাস সার্ভিস চালু রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯চা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। সরকারি ছুটির দিন রাত ১০ পর্যন্ত বাণিজ্য মেলা খোলা থাকছে।

