Thursday, January 22

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল সংখ্যক মাদকসহ ৩ কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। ১৬ জানুয়ারি শুক্রবার উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় মেজর শরীফের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় লাভরাপাড়া গ্রামের আমানউল্লাহর ছেলে মো: তানজিদ (২৮), আলাউদ্দিনের ছেলে মো. রিফাত (১৮) ও পাড়াগাও গ্রামের রোকন উদ্দিনের ছেলে রিদুল (২৩) কে আটক করা হয়।
শুক্রবার বিকেল পৌনে ৫টায় মেজর শরীফ (৫১ এমএলআরএস) প্রেস ব্রিফিং শেষে আটকৃত মাদক দ্রব্যসহ মাদক কারবারিদের রূপগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করেন। আটকদের কাছ থেকে ১৩৫ কেজি গাজা, ১০ হাজার পিচ ইয়াবা টেবলেট, ২৯০ বোতল ফেনসিডিল ও ১৩৩১ বোতল ইস্কাব উদ্ধার করা হয়। এ গ্রুপটি দীর্ঘদিন যাবত রূপগঞ্জের লাভরাপাড়া এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এরা বাংলাদেশের ১০জন মাদকের ডিলারের মধ্যে নবম স্থানে রয়েছে বলেও পুলিশ জানিয়েছেন। এ গ্রুপটি ঢাকা, নারায়ণগঞ্জসহ নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জে মাদক সাপ্লাই দিয়ে থাকে। প্রতিদিন কোটি টাকার মাদক কেনাবেচা করে থাকে।
রূপগঞ্জ থানা পুলিশ জানান, তানজিদ, রিফাত ও রিদুলের বিরুদ্ধে রূপগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক মাদকের মামলা রয়েছে। বহুবার আটক হলেও জেলহাজত থেকে বেরিয়ে পুনরায় তারা মাদকে জড়ায়। এদের মদদদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি রূপগঞ্জবাসীর। অন্যথায় রূপগঞ্জসহ নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করা সম্ভব নয় বলেও জানান এলাকাবাসী।

Share.

Comments are closed.

Exit mobile version