Thursday, January 22

মোঃ রনি শেখ
টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি পার্কের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন করেছে  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষার্থীরা। বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারী)  দুপুর ১টা ৩০ মিনিটে  টঙ্গীবাড়ী উপজেলা মাঠে এ মানববন্ধন  করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা বলেন,একটি পার্ক কেবল খেলার মাঠ বা হাটাচলার জায়গা নয়,সুস্থ সমাজেরও প্রতিচ্ছবি। শিশুদের হাসি,বয়স্কদের বিশ্রাম,যুবকদের ব্যায়াম সর্বক্ষেত্রেই প্রয়োজন একটি মুক্ত ও পরিচ্ছন্ন পার্ক। বিষয়টি বিবেচনায় নিয়ে মুন্সীগঞ্জ  জেলা প্রশাসক কতৃক টঙ্গীবাড়ী উপজেলা টঙ্গীবাড়ী মৌজার ১নং খাস খতিয়ানের ১৫৭ দাগের ০.৭৭ একর ভূমি জনসাধারণের জন্য ব্যবহৃত পার্ক স্থাপনের জন্য অনুমোদিত হয়েছে।কিন্তু আমাদের পার্কের জায়গাগুলো অবৈধ দখলদারদের কবলে চলে যাচ্ছে। ব্যবসা স্থাপন কিংবা, ব্যক্তিগত কাজে ব্যবহার করে এই জায়গাগুলো দখল করা হচ্ছে যা আমাদের সকলের অধিকার হরণ করছে। এসময় তারা দখলদারদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি পার্ক দখল মুক্ত না হয় তাহলে আমরা এখানে ভোল ডোজার অভিযান পরিচালনা করবো। মানববন্ধনে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.

Exit mobile version