Thursday, January 22

স্টাফ রিপোর্টার

রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে শনিবার ভোরে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মো. হামিম ও আমির হামজা দীর্ঘদিন ধরে মুড়াপাড়া ও এর আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।


রূপগঞ্জ থানা পুলিশ ও এলাকাবাসী জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২৫), মৃত হজরত আলীর ছেলে মো. হামিম (২২) আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করতো। শনিবার ভোরে দুটি পিস্তল ও পিস্তলের ৮ রাউন্ড গুলিসহ তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, দীর্ঘদিন ধরে মুড়াপাড়া এলাকায় হামিম ও আমির হামজা আগ্নেয়াস্ত্র নিয়ে অপকর্ম চালিয়ে আসছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের শনিবার নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

Share.

Comments are closed.

Exit mobile version