Thursday, January 22

স্টাফ রিপোর্টার

ঘুষের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন। সোমবার সকাল ১১টায় আড়াইহাজার থানার সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও কলেজ ছাত্র সাগর হাসানকে থানা পুলিশ রবিবার রাতে গ্রেফতার করে। সে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের কল্যান্দী মালেশিয়ান প্রবাসী কবির হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের একটি টীম কল্যান্দী এলাকা থেকে সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল হতেই ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গনে জড়ো হয়ে থানা অবরোধ করে রাখে। এলাকাবাসীর সাথে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেয়। শিক্ষার্থীরা সাগরের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে। পুলিশ নিরাপত্তার চিন্তা করে থানার কেচি গেইট বন্ধ করে দেয়।পরে থানার ওসি কেচিগেইটের ভিতর থেকে অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করে।কয়েকজন নারী পুরুষ এসময় ওসি এনায়েত হোসেনকে সাগরকে গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা জানতে চাইলে কোন, ওসি জানান তার বিরুদ্ধে আদালত কর্তৃক ওয়ারেন্ট আছে । এক পর্যায়ে অবরোধকারীদের তোপের মুখে পড়ে ওসি থানার ভিতরে চলে যান। ওসির সাথে সাধারণ শিক্ষার্থীদের তর্কবিতর্কের আরো একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাদের হস্তক্ষেপে অবরোধকারীরা থানা থেকে চলে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার ১৮ এপ্রিল আড়াইহাজার থানার এনায়েত হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার ৪ দিন পর ওসি বহাল তবিয়তে থাকায় জনমনে চাপাক্ষোভ বিরাজ করছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গ্রেফতারকৃত সাগরের নামে একটি ওয়ারেন্ট রয়েছে। তাকে ওই মামলায় হাজতে প্রেরণ করা হয়েছে।

Share.

Comments are closed.

Exit mobile version