স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা পরিষদের আওতাধীন ৯২জন নতুন ঠিকাদারের মাঝে লাইসেন্স প্রদান করা হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, ঠিকাদার মোস্তফা কামাল, আলী আশরাফ, রুহুল আমিন দীপু, আকতার হোসেন সবুজ, মেসার্স মোল্লা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. হানিফ মোল্লা, জেলা পরিষদের উচ্চমান সহকারী নমিতা মল্লিক, সার্ভেয়ার সোহেল রানা সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, জেলা পরিষদের আওতাধীন পূর্বের ঠিকাদারদের লাইসেন্স নবায়ন করতে হবে। নারায়ণগঞ্জকে সবুজায়নে এক লাখ গাছের চারা রোপন করা হবে। সেই সাথে ঠিকাদারদের সঠিকভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়। পরে উপস্থিত ঠিকাদারদের মাঝে লাইসেন্স প্রদান করা হয়।

