স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তারাব ও কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে তারাব পৌরসভায় ও বিকেলে কাঞ্চন পৌরসভার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আলহাজ¦ আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, পৌর ছাত্রদলের সাবেক নেতা শওকত ওসমান সহ আরো অনেকে।
খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশকে কৃষি সমৃদ্ধ দেশ হিসেবে বিশে^র দরবারে উপস্থাপন করেছিলেন। তিনি দেশের মানুষ ও দেশের কথা ভেবেছিলেন। আর বিগত আওয়ামী লীগ সরকারের দোসররা দেশকে লুটপাট করে ধ্বংস করেছে। এদেশকে আবারো তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত করা হবে। পরে জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

