স্টাফ রিপোর্টার
রূপগঞ্জে বৃক্ষরোপেণ কর্মসূচি পালন করেন বিআরপি পার্টির উপদেষ্টা, সেলিম প্রধান। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূলের ঘোষণা দিলেও অদ্যবধি কোনো কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। অথচ এক সময় সেলিম প্রধান নিজেকে রূপগঞ্জের ডন পরিচয় দিতেন। এখন কেউ ডন বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও হুশিয়ারী দেন।
২১ আগস্ট বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত বৃক্ষরোপন অনুষ্ঠানে বিআরপি পার্টির উপদেষ্টা সেলিম প্রধান উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে সমাজে বেড়ে উঠা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিবো । এটি আমাদের সকলের মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে আমার আহ্বান, আমি আপনার প্রতি একান্ত অনুরোধ জানাচ্ছি। আপনার দলের যারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বাদ দিন। দেশের স্বার্থে এই পদক্ষেপ নেয়া অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, আমাদের সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দুরীভূত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোকে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে।
