Thursday, January 22

স্টাফ রিপোর্টার

আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজে একাদশ শ্রেণির ভর্তিতে অনিয়ম করে চারগুন টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে । জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে। আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫৮৫০ টাকা। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে ভর্তি না করার ভয় দেখানো হচ্ছে।
একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা অনুযায়ী উচ্চ মাধ্যমিক / সমমানের স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ে সেশন চার্জ ও ভর্তি ফি ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের মানবিক, ব্যাবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ এমপিওভুক্ত। তাই নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ১৫০০ টাকা নিতে পারবে।
তাছাড়া এ কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল, স্কুল এন্ড কলেজ,উচ্চমাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজর উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা-২০২৪ অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে তিন থেকে পাঁচগুণ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শিক্ষার্থীর পরিচয়পত্র, লাইব্রেরি চার্জ, সেশনচার্জ ও পরীক্ষার ফির জন্য অতিরিক্ত চাঁদা আদায় করার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত ২৭ জুলাই এলাকাবাসী ও অভিভাবকগণ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে এ কলেজের আর্থিক ও বিভিন্ন বিষয়ে অভিযোগ করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলিমা বসু জানান, আমরা নিয়মের বাইরে কোন টাকা নিচ্ছিনা। আইনের মধ্যে থেকেই ৫৮৫০ টাকা নিচ্ছি।
মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক বলেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলীমা বসু আমাদের কোনো তোয়াক্কা করে না। ওনি যা ইচ্ছা তাই করছে। সরকারি বিভিন্ন কাজে আমাদেরকে অসহযোগিতা করছে। আর ২৭ জুলাইয়ে অভিযোগের বিষয়ের জানান, আমি শুনেছি ডিসি স্যার তদন্তের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। খুব শীঘ্রই তদন্ত হবে বলে জানান।

Share.

Comments are closed.

Exit mobile version